ফযীলতে (স্নাতক) ১ম স্থান রাজধানীর যে দুই মাদরাসা
প্রকাশ:
২৭ মার্চ, ২০২৫, ০১:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| আব্দুল্লাহ কাসিম আজওয়াদ || বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফযীলতে (স্নাতক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, সূত্রাপুর-এর খালেদ হাছান। তার প্রাপ্ত নম্বর ৭৭৫। অপরদিকে ফযীলত (স্নাতক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা, পশ্চিম রামপুরা-এর আসমা। তার প্রাপ্ত নম্বর ৬৬৪। এছাড়া, ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর-এর মুহাম্মাদ মাছরুর হাসান। তার প্রাপ্ত নম্বর ৭৫৮। ছাত্রীদের মধ্যে ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-এর তাহসীনা সিদ্দীকা মারিয়া। তার প্রাপ্ত নম্বর ৬৬২। ছাত্রদের ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-
হাআমা/ |