১৯ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৫, ০৪:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা আহজাব, সূরা সাবা ,সূরা ফাতির ও সূরা ইয়াসীন ) আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কুরআনের তেলাওয়াতের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ অংশে উপনীত হয়েছি। ১৯ তম তারাবির তেলাওয়াতে আমরা শুনবো আমাদের সামনে নবী (সা.)-এর মর্যাদা, মুসলিম উম্মাহর দায়িত্ব, আল্লাহর কুদরত, কিয়ামতের বাস্তবতা এবং অতীত জাতিদের শিক্ষা। এই অংশে নবী (সা.)-এর জীবন ও তাঁর পরিবার নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে মুমিনদের জন্য রয়েছে অনুকরণীয় দৃষ্টান্ত। পাশাপাশি, নবী দাউদ (আ.) ও সুলাইমান (আ.)-এর কাহিনির মাধ্যমে আল্লাহর নেয়ামতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সূরা ইয়াসীনে এক শহরের তিনজন রাসূলের ঘটনাও বর্ণিত হয়েছে, যা সত্য ও মিথ্যার চিরন্তন সংঘাতকে স্মরণ করিয়ে দেয়। এই শিক্ষাগুলো আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে এবং আমরা কীভাবে তা থেকে উপদেশ গ্রহণ করতে পারি, সেটিই আমরা এই সারমর্মে অনুধাবন করার চেষ্টা করবো। ১. সূরা আহজাব (৩৩:৩১-৭৩) – নবী (সা.) ও মুসলিম উম্মাহর বিধান নবী (সা.)-এর পরিবার ও স্ত্রীদের মর্যাদা (৩১-৩৫)
মুনাফিকদের অবস্থা ও আল্লাহর প্রতিশ্রুতি (৩৬-৪৮)
নবী (সা.)-এর বৈবাহিক জীবন ও ইসলামের পারিবারিক বিধান (৪৯-৫৯)
নবী (সা.)-এর দায়িত্ব ও মুমিনদের আনুগত্য (৬০-৭৩)
২. সূরা সাবা (৩৪:১-৫৪) – আল্লাহর কুদরত ও শাস্তি আল্লাহর নেয়ামত ও কৃতজ্ঞতা (১-৯)
নবী সুলাইমান (আ.) ও দাউদ (আ.)-এর কাহিনি (১০-২১)
কিয়ামতের প্রত্যাখ্যানকারীদের পরিণতি (২২-৫৪)
৩. সূরা ফাতির (৩৫:১-৪৫) – সৃষ্টির রহস্য ও আল্লাহর করুণা আল্লাহর অনুগ্রহ ও সৃষ্টির বিস্ময় (১-১৪)
জ্ঞানী ও অজ্ঞদের পার্থক্য (১৫-২৬)
কিয়ামতের পূর্বাভাস ও আল্লাহর দয়া (২৭-৪৫)
৪. সূরা ইয়াসীন (৩৬:১-২৭) – কুরআনের মাহাত্ম্য ও পরকাল কুরআনের গুরুত্ব ও নবীদের দায়িত্ব (১-১২)
অতীত জাতির শিক্ষা ও আল্লাহর নিদর্শন (১৩-২৭)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই পারায় নবী (সা.)-এর মর্যাদা, মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ, কাফেরদের জন্য কঠোর পরিণতি, আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা ও কিয়ামতের বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। আমরা যেন এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি—আমিন! লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |