‘গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নীরবতা মুনাফেকিকেই প্রকট করে তোলে’
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০২:৪১ দুপুর
নিউজ ডেস্ক

গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে বলে মন্তব্য করেছেন শায়খ আহমাদুল্লাহ। আজ তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা বলেছেন।

 পোস্টে তিনি লিখেছেন, গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে। হে আল্লাহ, আমাদেরকে আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাওফীক দিন। 

গাজায় এই মর্মান্তিক হত্যাকান্ডের ক্ষোভ প্রকাশ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা যখন রসনাবিলাসী ইফতার-সাহরি আর ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন আরেক প্রান্তের মুসলিম ভাইবোনদের ওপর সাহরির ওয়াক্তে বর্বরোচিত বোমা হামলা করল মানুষ নামের পশুগুলো। 

শায়খ আহমাদুল্লাহ গাজাবাসীদের জন্য সমবেদনা প্রকাশ করে বলেন, সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৪০৪। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর জন্য তড়পাচ্ছে আরো অসংখ্য মানুষ। গাজার আজকের ভোরের মতো বিষণ্ন ও শোকতপ্ত ভোর বোধহয় পৃথিবীতে আর কোনোদিন আসেনি।

তিনি আরও বলেন, সারি সারি পড়ে থাকা ক্ষতবিক্ষত শিশুদের লাশে ভোরের বাতাস ভারী। তা দেখে পাষাণ হৃদয়ও কেঁপে কেঁপে উঠছে। অথচ যে অমানুষগুলোর হাতে এই রক্তের দায়, তারা বধির হয়ে আছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে, রমাদান মাসে, রোজাদারদের ওপর এই নৃশংসতা যারা চালাল, তাদের ওপর বিশ্ব মুসলিম উম্মাহর লানত।

উল্লেক্য, সোমবার ১৭ মার্চ রাতে ইসরায়েল পুনরায় গাজায় আকস্মিক হামলা করে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে।

এমএইচ/