আশরাফুল উলূম সুতারপুর মাদরাসার নতুন বছরের ভর্তির তারিখ ঘোষণা
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৫, ০১:২১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নেত্রকোণা জেলা প্রতিনিধি নেত্রকোণায় আশরাফুল উলূম সুতারপুর মাদরাসায় নতুন বছরে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। মাদরাসা সূত্রে জানা যায়: কিতাব বিভাগ, নূরাণী, নাজিরা ও হিফজ বিভাগ ৬-৭ শাওয়াল নতুন ছাত্র ভর্তি নেওয়া হবে। ভর্তি চলবে কোটা পূরণ হওয়া পর্যন্ত। প্রতিদিন ভর্তি সকাল ৯ টা থেকে আসর পর্যন্ত চলবে। বিশেষ জামাতের ভর্তি পরীক্ষা মৌখিক ও লিখিত নেওয়া হবে। মৌখিক পরীক্ষা ৬ শাওয়াল সকাল ৯ টা থেকে ১১ পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা ১১ টায় শুরু হয়ে ১২ টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জোহর নামাজের পর। হিফজ ও কিতাব বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি করা হবে। ছোট নূরাণী (বেফাক কিন্ডার গার্ডেন) এর ভর্তি চলবে ৭ ও ৮ শাওয়াল। নূরাণী, নাজিরা ও হিফজ বিভাগে ভর্তিচ্ছুক নতুন ছাত্রদের অভিভাবক সঙ্গে আসতে হবে। উল্লেখ্য, ভর্তির সময় ‘‘জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ’’ এর ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি জমা দিতে হবে। এমএইচ/ |