ভবিষ্যতের সরকার যেন আইনের সরকার হয়: প্রধান উপদেষ্টা 
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৩:৩০ দুপুর
নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন, আমাদের আইনের মধ্যে থাকতে হবে। যাতে করে ভবিষ্যতে যে সরকার আসে সে সরকার যেন আইনের সরকার হয়। 

সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সাত মাস কেটে গেছে। হাতে সময় বেশি নেই, ডিসেম্বরে নির্বাচনের কথা রয়েছে। যা করার এখনই করতে হবে। যত সংস্কার প্রয়োজন এই অল্প সময়ের মধ্যেই করতে হবে। 

আইন প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ড. ইউনুস বলেন, যা  সামর্থ্যে আছে তা করে ফেলতে হবে। কারও জন্য অপেক্ষা করে কোন ফায়দা হবে না। আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন সবাই মেনে নিবে। 

এসময় তিনি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, যেহেতু নির্বাচন আসছে এ সময় আইন প্রয়োগে নানা রকম চাপ আসবে, সমস্যা আসবে। নির্বাচনী চাপের মধ্যেও আইনের মধ্যে থাকতে হবে। যাতে করে নির্বাচিত হয়ে যে সরকার আসবে সে সরকার যেন আইনের সরকার হয়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, যে আইন ভেঙে আসবে সে সরকার কখনো আইন প্রতিষ্ঠ করতে পারবে না। 

বিশেষ এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।

এমএইচ/