‘শাপলা চত্বরে রক্ত দেয়ার মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন শুরু’
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৮:০৭ রাত
নিউজ ডেস্ক

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে রক্ত দেয়ার মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দলোন শুরু হয়েছে। আর জুলাই আগস্টে যাত্রাবাড়ী পয়েন্টে আলেম উলামা ও হেফাজন কর্মীদের রক্ত দেয়ার মাধ্যমেই ৫ই আগস্ট ফ্যাসিষ্ট হাসিনা পতন হয়। আজ দেশের মানুষ স্বাভাবিক জীবন যাপন করছেন। স্বাধীনভাবে মতপ্রকাশ করছেন। তাই আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামকে বাদ চিন্তা করা অসম্ভব। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠন অন্যায়ের প্রতিবাদী ও ইসলাম সংরক্ষণের সংগঠন। এ সংগঠন জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে না। তবে সরকার সংগঠনের মতামত নিতে হবে। বিশেষ করে যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ও সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ী থানা সোচ্চার থাকবে।

শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ী থানা শাখার উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডস্থ টনি টাওয়ার লিফটের ১৭ তলায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসব বলেন বক্তারা।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার শীর্ষ উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

যাত্রাবাড়ী থানার সিনিয়র সহসভাপতি মুফতি সাকিবুল ইসলাম কাসেমী এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতি মাহফুজ মুসলেহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক, ১০ নং জোন সভাপতি মুফতি আযহারুল ইসলাম, ১০ নং জোন সাধারন সম্পাদক মুফতি শরিফুল্লাহ। এসময় যাত্রাবাড়ি থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম আশরাফি, সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান ঢাকুবী, সহ সাধারণ সম্পাদক মুফতি কবীর আহমাদ,দফতর সম্পাদক মুফতি মোবারক হোসেন  মুফতি মামুনুর রশিদ সাইফী  সেক্রেটারী ৬৫ নং ওয়ার্ড,মুফতি রফিকুল ইসলাম  সেক্রেটারী ৬৩নং ওয়ার্ড, অর্থ সম্পাদক যাত্রাবাড়ী থানা মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা বেলাল হোসেন সাংঙ্গঠনিক সম্পাদক ৫০ নং ওয়ার্ড প্রমুখ।

হাআমা/