মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন কওমি শিক্ষার্থী মাসুমের
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২৩ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি আরবে অবস্থিত বিশ্বসেরা বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা আল মুনাওয়ারা থেকে ইসলামী অর্থনীতিতে প্রথম পিএইচডি ডিগ্রী অর্জন কওমি মাদ্রাসা পড়ুয়া ড. মাসুম বিল্লাহ ফিরোজী।

এর আগে ২০১৮ সালে তিনি একই বিভাগ থেকে মাস্টার্স এবং ২০১৩ সালে শারিয়া বিভাগ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন । এছাড়াও তিনি বাংলাদেশে থাকাকালীন চট্টগ্রাম দারুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন । তিনি একজন কোরআনের হাফেজ। 

এদিকে মাদানী ছাত্র কল্যাণ পরিষদ বাংলাদেশ শাখা উষ্ঞ  অভ্যর্থনা দিয়ে তাকে বিমানবন্দরে রিসিভ করেন।

অভ্যর্থনা অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন মাদানী প‌রিষদ বাংলা‌দেশ শাখার সাধারণ সম্পাদক ফরীদুদ্দীন আল মাদানী, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা সাইফুদ্দীন মাদানী, আশিকুর রহমান মাদানী, মুনকা‌দির সাদী, রমজান আলী ও আব্দুর রহিম মাদানী প্রমুখ।

হাআমা/