শহীদ মিনারের দিকে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ
প্রকাশ:
১৫ মার্চ, ২০২৫, ০১:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শহীদ মিনারে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সেখানে বক্তব্য দেবেন প্লাটফর্মটির নেতারা। রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় তারা শহীদ মিনারের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেন। এর আগে বেলা ১১টায় জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগে জমায়েত হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা-‘বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই’; ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগী/মবতন্ত্র/ সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লী না ঢাকা’’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন
তিনি আরও বলেন, শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই৷ এমএইচ/ |