মুসলিম সেনাদের সঙ্গে ইফতারে ইউক্রেন প্রেসিডেন্ট
প্রকাশ:
১৫ মার্চ, ২০২৫, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধে জড়িয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। অত্যন্ত সাদাসিধে প্রকৃতির এই রাষ্ট্রপ্রধান এবার মুসলিম সেনাদের সাথে বসে ইফতার করে নতুন করে আলোচনা এলেন। এসময় তিনি সাক্ষাৎ করেন ফ্রন্টলাইনে নিয়োজিত মুসলিম সেনাদের সাথে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানী কিয়েভে দেশটির সামরিক বাহিনীর মুসলিম সদস্যদের এক ইফতার আয়োজনে জেলেনস্কি যোগ দেন। সংক্ষিপ্ত বক্তব্য দেন সাম্প্রতিক ইস্যুতে। পরে ইফতারের জন্য এক কাতারে মাটিতে বসেন অংশ নেন মোনাজাতেও। বর্তমানে, দেশটিতে মুসলিমদের সংখ্যা আনুমানিক ৭ থেকে ২০ লাখ। যা ইউক্রেনের মোট জনসংখ্যার ০ দশমিক ৯ শতাংশ। মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগেরই বাস পূর্বাঞ্চলীয় ক্রাইমিয়ায়। নারনা/ |