১১ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
১১ মার্চ, ২০২৫, ০৪:১৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা হিজর ও সূরা নাহল পূর্ণ) কুরআনের প্রতিটি আয়াত মানুষের জীবনকে আলোকিত করার জন্য নাজিল হয়েছে। ১১তম তারাবির তেলাওয়াতে আমরা এমন কিছু বিষয় পড়ব, যা আখিরাতের ভয়াবহতা, নবীদের সংগ্রাম, আল্লাহর কুদরতের নিদর্শন ও নৈতিক শিক্ষার ওপর আলোকপাত করে। এই অংশে পূর্ববর্তী জাতিদের ধ্বংসের কারণ ও শিক্ষা তুলে ধরা হয়েছে, যেখানে সত্য প্রত্যাখ্যানের ফলাফলের চিত্র অঙ্কিত হয়েছে। পাশাপাশি, কুরআনের সংরক্ষণ, আল্লাহর অসংখ্য অনুগ্রহ, হালাল-হারামের বিধান, এবং ন্যায়বিচারের আদেশ বর্ণিত হয়েছে। এসব আয়াত আমাদের মনে করিয়ে দেয়, একমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়াই মুক্তির পথ। ১. সূরা হিজর (১-৯৯) – কুরআনের অমরত্ব ও পূর্ববর্তী জাতিদের ধ্বংস কুরআনের সংরক্ষণ ও সত্যতা (১-৯)
আগের উম্মতদের ধ্বংস (১০-৭৭)
সৃষ্টির শৃঙ্খলা ও মানুষের শিক্ষা (৭৮-৯৯)
২. সূরা নাহল (১-১২৮) – আল্লাহর অনুগ্রহ ও বিধানের প্রতি আনুগত্য আল্লাহর অসংখ্য অনুগ্রহ (১-২১)
নবীদের দাওয়াত ও মানুষের প্রতিক্রিয়া (২২-৫০)
হালাল-হারামের বিধান ও ন্যায়বিচারের আদেশ (৫১-১২৪)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই পারায় আল্লাহর একত্ববাদ, নবীদের সংগ্রাম, আখিরাতের বাস্তবতা এবং নৈতিক আদর্শের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, কুরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি আমাদের জীবনের দিকনির্দেশক এবং আল্লাহর রহমতের পরিপূর্ণ উপহার। তাই কুরআনের শিক্ষা মেনে চললেই মানুষ ইহকাল ও পরকালে সফল হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোকে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন—আমিন! লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |