প্রথমবার কোরআন প্রতিযোগিতার আয়োজন করল ছাত্রদল
প্রকাশ:
১১ মার্চ, ২০২৫, ১২:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল প্রথমবারের মতো হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনের রেজিস্ট্রেশন চলছে। আয়োজনটি বেশ সাড়া ফেলেছে বলে জানা গেছে। এছাড়া ছাত্রদলের এই আয়োজন নানা মহলে প্রশংসিতও হয়েছে। জানা যায়, প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)। প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ মার্চ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। বাছাই পর্ব স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/mzogiLsLbuUsCBQV9 প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে:
প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকবে
যোগাযোগ: ০১৭৫৫-৩৭৮২১৫ (শরীফ প্রধান শুভ, প্রচার সম্পাদক ছাত্রদল), ০১৯৩৭-১৭৩৯১১ (ছানাউল্লাহ), ০১৬১৬-৭৫৬৭৩৭ (জামিল), ০১৮২৩-৬০২৮৭১ (ফাহাদ আজাদ)। এনআরএন/ |