৯ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
০৯ মার্চ, ২০২৫, ০৪:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা হূদ ১-১২৩ ও সূরা ইউসুফ ১-৫২ পর্যন্ত) কুরআনের প্রতিটি আয়াত আল্লাহর অপার জ্ঞানের উৎস, যা মানবজাতিকে সঠিক পথের দিশা দেয়। নবম তারাবির তেলাওয়াতে আমরা দুটি গুরুত্বপূর্ণ সূরার আলোচনার সাক্ষী হব—সূরা হূদ এবং সূরা ইউসুফ। এই অংশে অতীত জাতিদের ধ্বংস, নবীদের ধৈর্য ও ত্যাগের গল্প, এবং আল্লাহর বিধানের অপরিহার্যতা তুলে ধরা হয়েছে। বিশেষ করে, হূদ (আ.) থেকে শুরু করে লূত (আ.) ও শু'আইব (আ.)-এর সম্প্রদায়ের ধ্বংসের কাহিনি আমাদের জন্য এক বিশাল শিক্ষা বহন করে। অন্যদিকে, সূরা ইউসুফ আমাদের ধৈর্য, সততা ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের এক অনন্য উদাহরণ উপহার দেয়। ১. সূরা হূদ (১-১২৩) – নবীদের ঘটনা ও আল্লাহর বিধান কুরআনের গম্ভীরতা ও সতর্কবার্তা (১-২৪)
অতীত জাতিদের শিক্ষা ও নবীদের দাওয়াত (২৫-১০০)
সবক ও উপদেশ (১০১-১২৩)
২. সূরা ইউসুফ (১-৫২) – ধৈর্য, সততা ও আল্লাহর পরিকল্পনার মাহাত্ম্য ইউসুফ (আ.)-এর স্বপ্ন ও ভাইদের ষড়যন্ত্র (১-২০)
পরীক্ষার সম্মুখীন হওয়া ও কারাবরণ (২১-৫২)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই তেলাওয়াতের অংশে নবীদের দাওয়াত, সত্য ও ধৈর্যের পরীক্ষা, মিথ্যার পরিণতি এবং আল্লাহর পরিকল্পনার মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে, ইউসুফ (আ.)-এর ঘটনা আমাদের শেখায় যে, ধৈর্য, সততা ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সবসময় কল্যাণ বয়ে আনে। এই আয়াতগুলো আমাদের জানিয়ে দেয় যে, যারা সত্যের পথে অবিচল থাকে, আল্লাহ তাদের কখনোই পরিত্যাগ করেন না। নবী ইউসুফ (আ.)-এর জীবনী প্রমাণ করে যে, ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতা শেষ পর্যন্ত সম্মান ও কল্যাণ বয়ে আনে। আসুন, আমরা এই শিক্ষাগুলো আত্মস্থ করে নিজেদের জীবন পরিচালিত করি। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনার তাওফিক দিন—আমিন! লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |