ভাগলপুর মাদরাসায় শিক্ষক নিয়োগ চলছে
প্রকাশ: ০৫ মার্চ, ২০২৫, ০১:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলুম মাদরাসায় শিক্ষক  নিয়োগ চলছে।

আজ (৫ মার্চ) বুধবার সকালে আওয়ার ইসলামে এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

 কিতাব বিভাগে বাংলা, ইংরেজি ও গণিত পড়ানোর জন্য ২জন শিক্ষক এবং নূরানী বিভাগের জন্য  ১জন শিক্ষকের নিয়োগ কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাদরাসার মুহতামিম মাওলানা ফারুক হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায় –  যোগ্য ২জন জেনারেল শিক্ষক ও  নূরানীর একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মাসিক হাদিয়া সম্মানজনক হবে বলেও জানা গেছে। অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে।

যোগাযোগ : মাওলানা ফারুক হোসেন

মুহতামিম, জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলুম ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ

01920-385820