কিশোরগঞ্জ-১ আসনে মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর শোডাউন, রিকশা প্রতীকে নির্বাচনের ঘোষণা
প্রকাশ: ০১ মার্চ, ২০২৫, ১১:৫২ রাত
নিউজ ডেস্ক

মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী কিশোরগঞ্জ-১ আসনে (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে তিনি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিপুলপরিমাণ  মোটর সাইকেলে  বিশাল শোডাউনের করেন।

শনিবার (১ মার্চ) সকাল ১০টায় কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাণকেন্দ্র পুরান থানা এলাকা থেকে বিপুলপরিমাণ মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা বের হয়। শোডাউনটি কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে এবং শেষ হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান,
কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক সাধারন সম্পাদক  মাওলানা শের জাহান,সহ সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, সদর উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস কাসেমী, সদর উপজেলা সাধারন সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী বলেন—
কিশোরগঞ্জ আমার জন্মভূমি, আমার বেড়ে ওঠার জায়গা। আজ আমি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রতিনিধি হিসেবে রিকশা প্রতীকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কেন্দ্রীয় নেতাদের পরামর্শ ও দিকনির্দেশনায় আপনাদের খেদমত করার ইচ্ছা নিয়েই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, আমি চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যথাযথভাবে প্রতিষ্ঠিত হোক। প্রচলিত রাজনীতির গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে নয়, বরং কোরআন ও সুন্নাহর আলোকে একটি সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই। রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতা বা পদ-পদবি অর্জনের মাধ্যম নয়, বরং এক মহৎ ইবাদত।

তিনি জোর দিয়ে বলেন, সমাজ থেকে সুদ-ঘুষ, অন্যায়-অবিচার ও দুর্নীতির মূল উৎপাটন করে ইনসাফপূর্ণ একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোরআন-সুন্নাহর সুশাসন প্রতিষ্ঠিত হলে সমাজে প্রকৃত শান্তি ও সুবিচার নিশ্চিত হবে। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসি।

হাআমা/