আল্লাহকে নিয়ে কটুক্তি, অন্তর মজুমদার নামে হিন্দু তরুণ গ্রেফতার
প্রকাশ:
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২ নং ইউনিয়নের পিপলকর গ্রামের অন্তর মজুমদার নামের এক হিন্দু যুবক গতকাল (২৩ ফেব্রুয়ারি) সোমবার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন লাইভ ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহকে নিয়ে কটুক্তি করে। বিশ্ব জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহর সম্পর্কে কটুক্তির স্ক্রীনশর্ট মূহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং তাকে গ্রেফতার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কচুয়ার প্রশাসন সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম মুতায়েন করেন। কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল জানান, আল্লাহকে কটুক্তিকারী অন্তর মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান করেন। হাআমা/ |