মুফতি ওমর ফারুক সন্ধীপী অসুস্থ, দোয়া কামনা
প্রকাশ:
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
|| আতাউল্লাহ নাবহান মামদুহ || দেশের স্বনামধন্য আলেমেদ্বীন, প্রখ্যাত ইসলামী আলোচক, শাইখুল হাদীস মুফতি ওমর ফারুক সন্ধীপী অসুস্থ। বার্ধক্যজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। মুফতি ওমর ফারুক সন্ধীপীর খাদেম মুহাম্মাদ সাঈদ আওয়ার ইসলামকে জানান, বার্ধক্যজনিত সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে হুজুর আজ তিন দিন ধরে একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার প্রফেসর সায়েম-এর তত্ত্বাবধানে আছেন। এদিকে বরেণ্য এই আলেমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার। হাআমা/ |