পাসপোর্টের জন্য এখন থেকে পুলিশের ভেরিফিকেশন লাগবে না
প্রকাশ:
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন হবে না। থানায় গিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। সরকারের এ ধরনের জরুরি সিদ্ধান্তগুলো দ্রুত জনগণ পর্যন্ত পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। এটি পেতে এখন থেকে কোনো অতিরিক্ত জটিলতা বাধা হয়ে দাঁড়াবে না। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন এই বিধান বাতিলের সুপারিশ করে। এমএইচ/ |