ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে: নিহত-১, আহত-৩৫ 
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৬ বিকাল
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী নগরকান্দার ভবুকদিয়া নামক স্থানে  বরযাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। আহতদের  সবার বাড়ি রাজবাড়ী এলাকায় বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বরিশালের গৌরনদী থেকে বরযাত্রীবাহী বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুরে যাচ্ছিল (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া ভাঙ্গার পূর্বসদরদী বাসস্ট্যান্ডে মাইক্রোবাস ও মাহিন্দ্র এর সংঘর্ষে খাদে পড়ে যায়  মাহিন্দ্র। এতে আহত হয় ৫ যাত্রী। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

হাআমা/