আল আযহারের সিলেবাসে আত্মপ্রকাশ করলো দেশের প্রথম পূর্নাঙ্গ ই-লার্নিং প্লাটফর্ম
প্রকাশ:
১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মিশরের আল আযহারের সিলেবাসকে ভিত্তি করে আরবি ভাষা ও ইসলামি জ্ঞান চর্চার জন্য দেশের প্রথম পূর্নাঙ্গ ই-লার্নিং প্লাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করলো আননুর ইন্সটিটিউট ফর আল আযহার এডুকেশন। আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান দুজন গ্রাজুয়েট মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী ও মাওলানা ওয়াসিফুর রহমানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ই-লার্নিং প্লাটফর্ম আননুর ইন্সটিটিউটের অধীনে শাবান - রমজানে অনেকগুলো কোর্স চালু করা হয়েছে। পরিচালকগণ জানিয়েছেন, চারটি পৃথক ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা এখানে জ্ঞানার্জন করতে পারবেন। ১. আল-কুরআনুল কারিম ইনস্টিটিউট ২. আরবি ভাষা ইনস্টিটিউট ৩. আল-আযহার ইনস্টিটিউট ৪.বিশেষায়িত শিক্ষা ইনস্টিটিউট আন–নুর ইনিস্টিউটের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:
অন্যান্য বৈশিষ্ট্য সমূহ:
বিস্তারিত জানতে ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিজিট করুন: www.annour.education হাআমা/ |