শেরপুর মৌলভীবাজার মাদরাসার ছাত্র নিখোঁজ, সন্ধান দিতে অনুরোধ পরিবারের
প্রকাশ:
১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫০ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মাদ নাদিরুজ্জামান জামিয়া ইসলামিয়া হামারকোনা শেরপুর মৌলভীবাজার মাদ্রাসার নিখোঁজ ছাত্র সাফায়েতুল্লাহর সন্ধান দিতে অনুরোধ জানিয়েছেন তার পরিবার। এ বিষয়ে মৌলভীবাজার সদর থানায় গত ৫ জানুয়ারি ২০২৫ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং- ২৬০। জিডিতে সাফয়েতুল্লাহর বাবা উল্লেখ করেন, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ মোস্তফা (৫০) পিতা মোঃ হারেছ উদ্দিন। মাথা মোছাঃ রেবেকা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম দেওসহিলা, পোস্ট: ফতেপুর থানা: মদন জেলা: নেত্রকোনা । মোবাইল নাম্বার ০১৭৩৯২৪৭৫৪৪ আমার ছেলে সাফায়েতুল্লাহ জামিয়া ইসলামিয়া হামারকোনা শেরপুর মৌলভীবাজার মাদ্রাসা থেকে গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে বিকালে আনুমানিক ৪ ঘটিকার সময় আমার ছেলে প্রতিদিনের ন্যায় খেলার মাঠে হাঁটতে গিয়ে কোথাও নিখোঁজ হয়। আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত আছে। নিখোঁজ শাফায়েত উল্লাহ এর বিবরণ
হাআমা/ |