শাহপরানে ইনসান এইড’র বয়স্ক, বিধবা ওঅসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৩ বিকাল
নিউজ ডেস্ক

সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে বয়স্ক, বিধবা ভাতা ও অসহায় মানুষদের মধ্যে এককালীন নগদ অর্থ সহায়তা এবং পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নগরীর শাহপরানের ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে অনুষ্ঠিত হয়।

ইনসান এইড এর ভাইস চেয়ারপার্সন মাহবুব আলম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসার নূসরাত-এ এলাহী বলেছেন, সরকারের পাশাপাশি ইনসান এইড বয়স্ক, বিধবা ভাতা ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ প্রদান করে মানব সেবামূলক কাজ করে যাচ্ছে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। ইনসান এইডের মানবিক সকল কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি মানব সেবার পাশাপাশি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইনসান এইড এর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ইনসান এইডের এসিস্ট্যান্ট ট্রেজারার মুজিবুল হক, পাবলিসিটি অফিসার নুরুল ইসলাম চৌধুরী, মেম্বার রফু মিয়া, সায়রা বেগম, লুৎফুর রহমান, আব্দুল গনি, সিরাজ চৌধুরী, আইডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমুল হক।

সমাজসেবী শামসুল আলম জাকারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসান এইডের ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিন।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আহমদ হোসাইন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইনসান এইডের চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বয়স্ক, বিধবা ভাতা ও অসহায় মানুষদের মধ্যে এককালীন নগদ অর্থ সহায়তা এবং পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ৩ শতাধিক মানুষের মধ্যে নগদ প্রায় ৯ লক্ষ টাকা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তারা সুদূর প্রবাসে থেকে নাড়ীর টানে ঐক্যবদ্ধ ভাবে দেশ, জাতি ও মানুষের কল্যাণমূলক কাজের মাধ্যমে ভূমিকা রাখছেন। শিক্ষা, চিকিৎসা, মানবসেবা সহ দুর্যোগময় সময়ে ইনসান এইডের মাধ্যমে প্রবাসী নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ান। বক্তারা ইনসান এইডের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

আরএইচ/