ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবি
প্রকাশ:
১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে পৌরশহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। পরে সমাবেশে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির সমন্বয়কারী মাওলানা মাহমুদুল হাসান, সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মুফতি মাজহারুল হক কাসেমী, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা মাসুম আহমাদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ,ইসলামী আন্দোলনের সহসভাপতি হা: মৌ: মুফাজ্জল হোসেন,মোহনগঞ্জ শাহীমসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফয়সাল, মাওলানা আবুল বাশার,মাওলানা কামাল আল হাদী প্রমুখ। এছাড়া এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। বক্তারা এই উপজেলায় ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক-অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করার জন্য দাবি জানান। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। হাআমা/ |