সম্মাননা পেলেন আওয়ার ইসলামের চিফ রিপোর্টার হাসান আল মাহমুদ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪০ রাত
নিউজ ডেস্ক

সাংবাদিকতায় সেরা প্রতিবেদক-২০২৪ সম্মাননা লাভ করেছেন ইসলামভিত্তিক শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের চিফ রিপোর্টার হাসান আল মাহমুদ। বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সম্মাননা তুলে দেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফকিরেরপুলে (মতিঝিল) হোটেল সেন্ট্রাল ইন রাহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে ভিন্ন ধারার পাক্ষিক সবার খবর আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, আল-মক্কা ট্রাভেলসের প্রোফাইটর মাওলানা খুরশিদুল আলম, সবার খবর সম্পাদক আবদুল গাফফার প্রমুখ।

এছাড়া, ভিন্ন বিষয়ে অবদান রাখায় আরও ১৯ বিশিষ্ট ব্যক্তিকেও সম্মাননা দেওয়া হয়।

সবার খবর সম্মাননা-২০২৪ বিশিষ্ট ২০ ব্যক্তি

সেরা বিশ্বজয়ী হাফেজ-২০২৪
আলজেরিয়া ও তানজানিয়া আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী
হাফেজ মোহাম্মদ হুজাইফা
ছাত্র, তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকা

সেরা বিশ্বজয়ী হাফেজা-২০২৫
ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জনকারী
মুতাহহারা বিনতে আবদুল হাফিজ
শিক্ষার্থী, সাউদা বিনতে জাম'আহ রা.ইন্টাঃ বালিকা মাদরাসা যাত্রাবাড়ী ঢাকা

সফল উদ্যোক্তা-২০২৪
মাওলানা রোকন রাইয়ান
ফাউন্ডার, কওমি উদ্যোক্তা

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রবাসী সংগঠক
সাইয়্যিদ রফিকুল ইসলাম মাদানী, চেয়ারম্যান নদওয়াতুল ওলামা আল-আলামিয়া দাঈ ও ইসলামিক স্কলার
সাইয়্যেদ মাহফুজুর রহমান
অধ্যাপক, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ (কাতার ব্রাঞ্চ)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রিসালাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ
প্রতিষ্ঠাতা সম্পাদক, কোরআনের ডাক ত্রৈমাসিক পত্রিকা

সেরা উদ্যোক্তা-২০২৪
মাওলানা কাউসার আহমদ সুহাইল
ম্যানেজিং ডিরেক্টর, পুষ্পকানন প্রোপার্টিজ লিমিটেড

সেরা প্রকাশক-২০২৪
দেওয়ান মুহাম্মদ মাহমুদুল ইসলাম
স্বত্বাধিকারী, রাহনুমা প্রকাশনী

ইসলাম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা-২০২৪
আল্লামা আবুল বাশার-পীর সাহেব শাহতলী

সেরা প্রতিবেদক-২০২৪
হাসান আল মাহমুদ
চিফ রিপোর্টার, আওয়ার ইসলাম

সেরা তরুণ সাংবাদিক
বেলায়েত হুসাইন
রিলিজিয়াস এডিটর, বাংলাদেশের খবর

তরুণ গণমাধ্যমকর্মী
মাহবুব রাস্তীন
সাংবাদিক, ইনসাফ

তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা
সাদিক সালীম
চেয়ারম্যান, খাজা ইন্টারন্যাশনাল গ্রুপ

সেরা তরুণ উদ্যোক্তা-২০২৪
মাওলানা জায়েদ বিন সাখাওয়াত
ফাউন্ডার, নিত্যপণ্য শপ

সফল শিশুতোষ প্রোগ্রাম নির্মাতা ২০২৪
হাফেজ মাওলানা আবু সুফিয়ান
ইসলামী সংগীত শিল্পী, আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব
পরিচালক, তূর মাল্টিমিডিয়া

সেরা তরুণ পরিচালক-২০২৪
মাওলানা মাসুম বিল্লাহ মুহাজীর
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আল ইসরা মাদ্রাসা, বাগমারা উত্তর বাজার, লালমাই, কুমিল্লা

সেরা শিক্ষক-২০২৪
মুফতী মুফীযুর রাহমান
শিক্ষাপ্রধান, জামিয়া ইক্বরা ইসলামিয়া ঢাকা ও
শায়খে সানী, জামিয়া আশরাফিয়া ঢাকা

জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন সম্মাননা স্মারক
মাওলানা হাফেজ মুহাম্মদ ইসলামাবাদী 
জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থনের কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রবাসী আলেম

ড. মাওলানা কামরুল ইসলাম আল আজহারী
সাহেবজাদা, আল্লামা আবুল কাশেম (রহ.)
মুহতামিম, পদুয়া কাসেমুল উলুম মাদরাসা, ফেনী

ব্যবসায়ী ও সংগঠক
হাকীম আজহারুল ইসলাম নো’মানী
ব্যবস্থাপনা পরিচালক, আল হিকমাহ ফুড প্রোডাক্টস
সহসভাপতি, (পল্টন জোন) হেফাজতে ইসলাম বাংলাদেশ

তরুণ ব্যবসায়ী
হোসাইন মাহমুদ
ম্যানেজিং পার্টনার, মেসার্স জেদ্দা স্টার ওভারসীজ

সমাজসেবক আলহাজ্ব সৈয়দ জহির উদ্দিন সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাঈনুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পী, কবি, সাংবাদিক, দাঈ, রাজনীতিকসহ বিভিন্ন ধারার শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করায় সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গফফার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরএইচ/