একুশে পদক পাচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান
প্রকাশ:
০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। সাংবাদিকতা ও মানবাধিকারে তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়া, একুশে পদক পাচ্ছেন আরও ১৪ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। একুশে পদক ২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা; মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান—শিক্ষা; মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান—গবেষণা। এদিকে মাহমুদুর রহমানকে একুশে পদকে মনোনীত করায় উচ্ছ্বাস প্রকাশ চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশ এসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে’র) সভাপতি এম আবদুল্লাহ অভিন্দন জানিয়ে লিখেন, দৈনিক আমার দেশ -এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ একুশে পদকের জন্যে মনোনীত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সাংবাদিকতায় যুক্ত হয়ে যতটা মূল্য তাঁকে দিতে হয়েছে, তার তুলনায় এ স্বীকৃতি হয়তো বড়ো কিছু নয়। কিন্তু ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টিতে 'চান্স সম্পাদক' যখন সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন তা অবশ্যই বড়ো করে উদযাপনযোগ্য। অভিনন্দন মাহমুদ ভাই। ধন্যবাদ অন্তর্বর্তী সরকার। সাংবাদিক আলী হাসান তৈয়ব লিখেন, প্রিয় সম্পাদক সাহেবের এই পুরস্কার প্রাপ্য ছিল। অভিনন্দন হে সত্যিকার কলমযোদ্ধা। হাআমা/ |