অভ্যুত্থানে শহীদ পরিবারের শাহবাগ অবরোধ
প্রকাশ:
০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে ‘শহীদ পরিবার কেন্দ্রীয় গ্রুপ’ ব্যানারে এই অবরোধ করেন তারা। অবরোধের ফলে ঘটনাস্থলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাদের অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা চেষ্টা করছেন। তাদেরকে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না। এছাড়াও তারা দাবি জানিয়েছেন , খুনি হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এমএইচ/ |