ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত হামাস
প্রকাশ:
০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:২১ দুপুর
নিউজ ডেস্ক |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করতে প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এক সিনিয়র কর্মকর্তার বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। হামাসের সিনিয়র পলিটব্যুরো সদস্য মুসা আবু মারজুকের উদ্ধৃত দিয়ে আরআইএ বলছে, ‘আমরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং আলোচনার জন্য প্রস্তুত। ’ তিনি আরও বলেছেন, ‘আমরা আগেও (সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন) বাইডেন প্রশাসন, ট্রাম্প বা অন্য কোনও মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়ে আপত্তি জানাইনি। আমরা সব আন্তর্জাতিক পক্ষের জন্য আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছি। ’ তবে আরআইএ কখন মারজুকের সাক্ষাৎকার নিয়েছেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আরব নিউজ। সোমবার তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করেন। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরাইললের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে উপত্যকার মালিকানা নিয়ে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে। বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন ব্যবস্থা করা হবে। ট্রাম্প আরও বলেন, ‘আমরা এটিকে পুনর্গঠন করব। সেখানে থাকা বিপজ্জনক বোমা ও অন্যান্য অস্ত্র ধ্বংস করব। বিধ্বস্ত ভবনগুলো সরিয়ে ফেলব। মাটি সমান করব এবং এমন একটি অর্থনৈতিক উন্নয়ন ঘটাব যা মানুষকে বিপুল কর্মসংস্থান ও বাসস্থান দেবে।’ মারজুক আরআইএকে বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই বিবেচনায় হামাসের জন্য আমেরিকার সঙ্গে আলোচনা এক ধরনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ‘এজন্যই আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই। এই বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই।’ এমএইচ/ |