ইজতেমায় আরও এক মুসল্লির ইন্তেকাল
প্রকাশ:
০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিত ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির ইন্তেকাল হয়েছে। ওই মৃতব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। গোপালগঞ্জের মোকসেদপুর এলাকা থেকে সাথিদের সঙ্গে ইজতেমায় এসেছিলেন। তিনি ৩১ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে নিজ খিত্তায় অবস্থানরত মারা যান তিনি। ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়। এ নিয়ে ইজতেমায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আযকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। দ্বিতীয় পর্বের ইজতেমা উপলক্ষে সোমবার থেকেই হাজারো মুসল্লি এসেছেন টঙ্গী তুরাগ নদের তীরে। ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন ঢাকা জেলার একাংশ ও ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। বুধবার আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। এমএইচ/ |