আইনজীবী আলিফ হত্যা মামলা: ১১ আসামিকে শ্যোন অ্যারেস্ট
প্রকাশ:
০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১১ আসামিকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে হওয়া আরেকটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। গ্রেফতার ১১ জন হলেন প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ রাজ কাপুর, এবং দেবী চরণ। তারা সবাই নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময় দাসের জামিন না-মঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ওই ১১ আসামি পুলিশের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি। তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ নভেম্বর ২০২৪ ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। ২৬ নভেম্বর চিন্ময়ের মুক্তির দাবিতে তার অনুসারীরা বিক্ষোভ করে। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে চট্টগ্রাম আদালত ভবনের কাছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলামের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। একইদিন আলিফের ভাই ১১৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। এছাড়া সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আরও তিনটি মামলা করে। |