নির্বাচন নিয়ে দুই ইসলামী দলের মতবিনিময়
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০২ রাত
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় পল্টস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক  মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মোহাম্মাদ ফয়সালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

হাআমা/