ইজতেমা গুচ্ছ : আবদুল্লাহ আশরাফ
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৬ রাত
নিউজ ডেস্ক

গাট্টিমাথায় মুসল্লিরা
যাচ্ছে ইজতেমায়
হকের পথে তোমরা সবাই
আয় না ছুটে আয়।

মুখে যিকির, মাথায় ফিকির
জান্নাতি কাফেলা
সে কাফেলায় সবাই চলো
আর করো না হেলা।

ডানে ডানে চলছে সবাই
দিচ্ছে আবার সালাম
মুচকি হেসে দরদমাখা
বলছে নরম কালাম।

নতুন সাথীর আগমনে
খুশিতে আটখানা
নিজের খাবার অন্যকে দেয়
ফজিলত যে জানা।

তুরাগ তীরে

আলোর মেলা বসছে তুরাগ
তীরে
ফেরেশতারা পড়ছে সালাত
ঘিরে।

মুসুল্লিরা আর বসে নাই
নীড়ে
আসেছ তারা জলদি কিবা 
ধীরে।

মধু হাওয়া বইছে ঝিরে
ঝিরে
তুরাগ তীরে এসো সবাই
ফিরে।


দেখো এসে

তুরাগ তীরের ইজতেমাতে 
লক্ষ মুমিন আসছে রে 
খোদা প্রেমে সিক্ত হয়ে হয়ে
খুশির হাওয়ায় ভাসছে রে।

তোমরা যারা ঘরে বসে
নিত্য সময় ক্ষয় কর
আজগুবি সব কথা বলে
পাঁচকে আবার নয় করো।

এসব ফেলে দেখো এসে
কত্ত মুমিন সিক্ত রে
তৃপ্তি খুঁজে পায় প্রতিদিন 
যারা ছিল রিক্ত রে ।

হাআমা/