বইমেলায় আসছে ছাত্রনেতা সাকিব মাহমুদ রুমীর কাব্যগ্রন্থ
প্রকাশ:
০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৫ রাত
নিউজ ডেস্ক |
সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এবার অমর একুশে বইমেলা- ২০২৫ এ আসছে জুলাই অভ্যুত্থানে রাজপথের অন্যতম অগ্রনায়ক ও ছাত্র মজলিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং তরুণ সাহিত্যিক সাকিব মাহমুদ রুমী’র প্রথম কাব্যগ্রন্থ ‘না পাইলাম খোদা, না পাইলাম তারে’। প্রকাশিত হবে পাঠকপ্রিয় ‘অনুলেখা প্রকাশন' থেকে। যা বইমেলায় পাওয়া যাবে ৬৯৩-৯৪ ও ৭৭৫ নং স্টলে। রুমী রাজনীতির পাশাপাশি নানামুখী কো-কারিকুলার অ্যাকটিভিটিসে সবসময়ই সক্রিয়। লেখালেখির হাতেখড়ি সেই ছোটবেলা থেকেই। সাহিত্যের প্রতি নিখাঁদ আগ্রহ থেকে প্রতিষ্ঠা করেছেন সাহিত্য সংগঠন ‘লিখবে বাংলাদেশ’। লেখক জানান, তার কাব্যগ্রন্থ জুড়ে থাকবে মানবীয় প্রেমের নানান দিক, বিরহ, আকাঙ্ক্ষা, আবেদন-নিবেদন সহ দ্রোহ, বিপ্লবের সাবলীল ও প্রাণবন্ত বর্ণনা। রুমী আরো বলেন, ‘আমি আরবি সাহিত্যের ছাত্র। আমি বিশ্বাস করি- সাহিত্যের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই আমার লেখাকে মলাটবদ্ধ করার চিন্তা এসেছে।’ হাআমা/ |