কাল চীন মৈত্রীতে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় কওমি উদ্যোক্তা সম্মেলন
প্রকাশ:
২৮ জানুয়ারী, ২০২৫, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিউজ ডেস্ক : আগামীকাল (২৯ জানুয়ারি) বুধবার ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় অনলাইন উদ্যোক্তা প্লাটফর্ম কওমি উদ্যোক্তার বৃহৎ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ধর্ম উপদেষ্টা বিশিষ্ট লেখক ও প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান এর সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, আইএফএ কনসালটেন্সির কো ফাউন্ডার মুফতি ইউসুফ সুলতান, ইংলিশ থেরাপির ফাউন্ডার লেখক সাইফুল ইসলাম, দ্য হ্যাপিনেস কোচ ও জনপ্রিয় লেখক- কোচ কাঞ্চন, ওটিএর ফাউন্ডার মুজতাহিদুল ইসলাম, উইট ইন্সটিটিউট এর ফাউন্ডার এন্ড সিইও নাজিব রাফে প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন কওমি উদ্যোক্তার কো ফাউন্ডার মুমিনুল ইসলাম। কওমি উদ্যোক্তার ৫ম বার্ষিক এ সম্মেলনের কী ভিজিয়াল- "হালাল ব্যবসায়েই প্রসার"। এ সম্মেলন উদ্দ্যোক্তাদের জন্য বিজনেস প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির কাজ করবে। হুআ/ |