যুব মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা গঠন সম্পন্ন
প্রকাশ:
২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:০৭ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষীণ শাখা গঠন করা হয়েছে। আজ ২৪ জানুয়ারি রোজ শুক্রবার বাদ মাগরীব পল্টনের দারুল খেলাফাহ মিলনায়তনে ঢাকা মহানগরীর থানা দায়িত্বশীল সভায় মনোনিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। ঢাকা মহানগরীর (সাবেক) সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা জাকির হুসাইন, প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা আল আবীদ শাকির, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সহকারী সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, ঢাকা মহানগরীর সাবেক মজলিসে আমেলা সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ আমীন। সভায় ঢাকা মহানগরীর থানা শাখাসমূহের ২০২৪ সেশনের বার্ষিক প্রতিবেদন ও ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনা পেশ ও পর্যালোচনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষীনের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর, সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ নাঈমুদ্দীন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, বায়তুলমাল বিভাগের সম্পাদক মু্হাম্মাদ জসীম উদ্দীন, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফিস বিভাগের সম্পাদক মুহাম্মাদ শহীদুল ইসলাম পাপন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজীব, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান ফারুকী, মজলিসে আমেলা সদস্য মাওলানা নুরুল হুদা, মাওলানা রায়হান মাহমুদ, মুহাম্মাদ রাশেদুল ইসলাম প্রমুখ। হাআমা/ |