মধুপুরের পীরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে মুফতী ফয়জুল করীম
প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৬:২৩ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মধুপুরের পীর হযরত মাওলানা আব্দুল হামিদকে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে দেখতে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম।

আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে তিনি এ সাক্ষাৎ করেন। ইসলামী যুব আন্দোলনের সেক্ট্রেটারি মাওলানা মানসুর আহমাদ সাকী সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

তিনি জানান, শায়েখে চরমোনাই মধুপুরের পীর হজরত মাওলানা আব্দুল হামিদের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও কৌশলাদি বিনিময় করেন।

এসময় শায়েখে চরমোনাই মধুপুরের হুজুরের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাআমা/