মধুপুর পীরকে দেখতে হাসপাতালে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৯:২০ রাত
নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদ সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে যান বৃহত্তর উত্তরা উলামা পরিষদের নেতৃবৃন্দ। এসময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য দোয়া চান তারা।

শনিবার সন্ধ্যায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। এসময় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। 

এসময় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদি, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুজ্জামানসহ উলামা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২২ জানুয়ারি (বুধবার) রাতে নরসিংদীর মাধবদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি হন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ।

হাআমা/