গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ:
২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
ছাত্র জমিয়তের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল (২৪ জানুয়রী ২৫) শুক্রবার বিকাল ২টায় দলীয় কার্যালয় গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃনাঈম আহমদের সঞ্চালনায় শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন শাখার অর্থ সম্পাদক হাফিজ এমদাদুল কবীর এমাদ। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আজিজুর রহমান ঘোগারকুলী,গোলাপগঞ্জ জমিয়তের সাবেক নির্বাহী সদস্য ফ্রান্স জমিয়তনেতা মুফতি সিদ্দিক আহমদ,গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম-সাধারণ আফ্রিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা হাফিজ আখতার হোসাইন। প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এমাদ উদ্দীন সালিম,সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা কাওসার আহমদ। আরো উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মাহফুজ হুসাইন, সহ-সাধারণ সম্পাদক হাঃ নাসির উদ্দীন , সাংগঠনিক সম্পাদক আহমদ মাজিদ, প্রচার সম্পাদক হাঃ খুবায়েব আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহমুদ বিন মুহাম্মদ, চন্দরপুর মাদ্রাসা শাখার শাখার সভাপতি ইলিয়াস হামিদী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাঃ রুম্মান আহমদ, নবীন সদস্য রাহাত আহমদ রনি, ফারহান আহমদ প্রমুখ। হাআমা/ |