সিলেটের গওহরপুর মাদরাসার ফুযালা ও প্রাক্তন ছাত্রমিলনী অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ বিকাল
নিউজ ডেস্ক

বরেণ্য বুযুর্গ শাইখুল হাদীস আল্লামা নুরউদ্দীন গহরপুরী প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের সিলেট জেলার ফুযালা ও প্রাক্তন ছাত্রমিলনী অনুষ্ঠিত হয়েছে৷

জামেয়ার শিক্ষাসচিব ও মুহাদ্দিস মুফতী আনোয়ার হোসাইন শরীয়তপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম ও সাহেবজাদায়ে গহরপুরী হাফিয মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী (হাফিযাহুল্লাহ)। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে ৭০ বছর পূর্তী ও দশসালা দস্তারবন্দী, ফেরাকে বাতেলা প্রতিরোধে করণীয়, জামেয়ার সিনিয়র দুই উস্তাদের ৫০ বছরপূর্তী উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা, ফুযালা পরিষদ গঠন ও জামেয়ার নতুন ভবন নির্মাণ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অনুভূতি পেশ করেন প্রবীণ ফাযেল মাওলানা মাহবুবুর রহমান মোবারকপুরী, মাওলানা ফারুক আহমদ, জামেয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই উমরপুরী, মাওলানা আব্দুর রশীদ রশিদী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামেয়ার ফাযেল মাওলানা সৈয়দ আলী আসগরসহ প্রমুখ।

হাআমা/