খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার
প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৩২ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

খেলাফত মজলিসের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার (২৫ জানুয়ারি)। এ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ওই দিন দুপুর ১:৩০ টায় রাজধানীর শাহজাহানপুর মাহবুব আলী ইনস্টিটিউটে (মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শে) এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

তিনি জানান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সাধারণ অধিবেশন ২০২৫ (দ্বি-বার্ষিক কাউন্সিল) উপলক্ষে এই প্রেস ব্রিফিং। সভাপতিত্ব করবেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। উপস্থিত থাকবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

হাআমা/