টঙ্গী বিশ্ব ইজতেমার দুই পর্বই হবে শুরায়ী নেজামের তত্ত্বাবধানে
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ বিকাল
নিউজ ডেস্ক |
ওলামা মাশায়েখ বাংলাদেশ এর পূর্ব ঘোষিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে এবং আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমা শুরায়ী নেজামের অধীনেই ২ পর্বে হবে বলে জানিয়েছেন ওলামা মাশায়েখ বাংলাদেশ বুধবার (২২ জানুয়ারি) ঢাকার উত্তরার ডিয়াবাড়ী একটি মাদ্রাসায় ওলামা মাশায়েখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা উবাইদুল্লাহ ফারুক। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতী নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ প্রমুখ নেতৃবৃন্দ। বৈঠক থেকে পূর্ব ঘোষিত ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ওলামা সম্মেলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। শুরায়ী নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। বিদেশি মেহমানরা ইতিমধ্যে ইজতেমার উদ্দেশ্যে দেশে আসতে শুরু করেছেন। সারাদেশ থেকে দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা সহ দ্বীন দরদী অগণিত মুসল্লি ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারের ইজতেমায় কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ময়দানে মাঠ প্রস্তুতির কাজ করে যাচ্ছে তাবলীগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লী ভাইয়েরা। এ সময় ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ হতে মুফতি কেফাতুল্লাহ আজহারী বলেন- আমরা দেশবাসী সহ বিশ্ববাসীকে আসন্ন বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার সমূহ কল্যাণ হাসিল করার আহব্বান জানাচ্ছি। বিশ্ব ইজতেমার এই আয়োজন যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। হাআমা/ |