বাংলাদেশে সফররত মাওলানা আরশাদ মাদানির সফরসূচি
প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৪:১৪ দুপুর
নিউজ ডেস্ক

বিশ্বখ্যাত আলেম ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি ৫ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঢাকা বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি জানিয়েছেন, বিমানবন্দর থেকে মাওলানা মাদানি উত্তরা জামিয়াতুন নুর আল ইসলামিয়াতে গমন করেছেন। দুপুরের খাবার, বিশ্রামের পর বাদ আসর প্রতিষ্ঠানটিতে খতমে বুখারি জলসায় বয়ান করবেন তিনি। আর বসুন্ধরায় ড. মুফতী গাজী জহিরুল ইসলামের বাসায় তার রাত্রিযাপনের কথা রয়েছে।

বিস্তারিত সফরসূচি

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারি জলসায় বয়ান। ১১টায় জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারি মাহফিলে বয়ান। সেখান থেকে নারায়ণগঞ্জ ভুইগড় উদ্দেশে রওয়ানা। ভুইগড় মাদ্রাসায় দুপুরের খাবার ও বিশ্রাম। বাদ আসর সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। অতঃপর মাদানি নগর মাদ্রাসার উদ্দেশে রওয়ানা। সেখানে খতমে বুখারি ও মাহফিলে বয়ান, বাইয়াত, খাবার ও রাত্রিযাপন।

শুক্রবার (২৪ জানুয়ারি) জামিয়া মাদানিয়া কোলাপাড়া শ্রীনগর মুন্সীগঞ্জে জুমার পুর্বে খতমে বুখারি ও মাহফিলে বয়ান। জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে রাত ৮টায় খতমে বুখারিতে অংশগ্রহণ, দারুল উলুম দেওবন্দ বইয়ের মোড়ক উন্মোচন ও বাইয়াত গ্রহণ, খাবার ও রাত্রিযাপন।

শনিবার (২৫ জানুয়ারি) বাগবাড়ী ইলমুল ইলাহী মাদ্রাসায় দোয়া। হেলিকপ্টার যোগে কাপাসিয়া খিরাটি মাদ্রাসায় আগমন, খতমে বুখারি ও মাহফিলে বয়ান। মাওলানা নাইম আহমদের বাসায় দোয়া। অতঃপর বি-বাডড়িয়ার দারুল আরকাম মাদ্রাসায় খতমে বুখারি ও মাহফিলে বয়ান। সেখান থেকে জামিয়া ইউনুসিয়া খতমে বুখারি ও মাহফিলে বয়ান। অতঃপর ঢাকার উদ্দেশে হেলিকপ্টার যোগে রওয়ানা। উত্তরা মাহফিলে বয়ান। মোহাম্মদপুর আলহাজ্ব সালেহ আহমদ সাহেবের বাসায় দোয়া। রাত্রিযাপন আরজাবাদ মাদ্রাসায়।

এবং আগামী রোববার ( ২৬ জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লীর উদ্দেশে তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

আরএইচ/