শহীদ ইকবাল বিন ইয়াকুব রহ. ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ
প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ১০:৪৫ রাত
নিউজ ডেস্ক

চট্টগ্রাম ফটিকছড়ির কৃতি সন্তান শহীদ এম ইকবাল বিন ইয়াকুব (রহ.) এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে ফটিকছড়ি পৌরসভারস্থ সানমুন কনভেনশন হলে শহীদ এম. ইকবাল বিন ইয়াকুব স্মৃতি সংসদ ও আল্লামা ইয়াকুব (রহ.) ফাউন্ডেশন এর উদ্যোগ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান  মাওলানা আশরাফ বিন ইয়াকুব-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা কবি আলী আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদশের ভারপ্রাপ্ত সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত লেখক ও গবেষক  মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী, আইম্মা মাশায়েখ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা আতাউল্লাহ বাবুনগরী, এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা নোমান আল-আজহারী, মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা ইসমাইল কাসেমী, মাওলানা মুহিবুল্লাহ আমিনী,  মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাফেজ মোহাম্মদ ইসলামাবাদী প্রমুখ। 

সভায় বক্তাগণ বলেন, শহীদ ইকবাল বিন ইয়াকুব ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন। যেখানেই অন্যায় দেখতেন, তিনি অত্যন্ত সাহসিকতার সাথে তার প্রতিবাদ করতেন। ইসলামী আন্দোলনের এই নেতাকে ইসলামবিদ্বেষী অপশক্তি মর্মান্তিকভাবে শহীদ করে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও খুনিরা আজও গ্রেপ্তার হয়নি। অবিলম্বে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগণ। 

পরে শহীদ ইকবাল বিন ইয়াকুবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুনগর মাদ্রাসা সিনিয়র মহাদ্দিস মাওলানা হাফেজ শোয়াইব।

হাআমা/