ফরিদপুরে ডা. আব্দুস সোবহান ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ:
২০ জানুয়ারী, ২০২৫, ১২:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
মো. সাখাওয়াত হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় ডাক্তার আব্দুস সোবহান ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার মানিকদি বাজারে অসহায়, গরীব-দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়েশা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের প্রায় ৫ শতাধিক রুগীদের পরামর্শ, ডায়াবেটিস চেক-আপ ইত্যাদি ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডা. সোবহান ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও আয়েশা ডায়গনস্টিক সেন্টার এর এম.ডি মো. একরামুল হক সাগর। এতে প্রধান অতিথি ছিলেন, ডাক্তার আব্দুস সোবহান ফাউন্ডেশন এর অন্যতম কর্ণধার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতাল ঢাকা'র ডা. মো. মাসুম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. ইকবাল কবির। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সেবা ডেন্টাল এন্ড হোমিও হল বালিয়াচরা শাখার পরিচালক ডা. মো. সাখাওয়াত হোসেন, মো. সেলিম হোসেন (গ্রাম্য চিকিৎসক), মো. মিরাজ মোল্লা, বাকি মোল্লা, লিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, আয়েশা ডায়াগনস্টিক সেন্টার এর জেনারেল ম্যানেজার মো. এমদাদুল হক সোহেল। উল্লেখ্য যে, ডা. আব্দুস সোবহান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুস সোবহান মানবকল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায়, দরিদ্র, গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। টাঙ্গাইলে তার নিজস্ব চেম্বারে অসহায় গরিব রুগীদের তিনি ফ্রী চিকিৎসা করে থাকেন। এছাড়াও তার প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান ফরিদপুরের ভাঙ্গায় আয়েশা ডায়গনস্টিক সেন্টারেও বীর মুক্তিযোদ্ধা, মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী, অসহায় গরিব ও দুঃস্থদের বিশেষছাড়ে সু- চিকিৎসা সেবা প্রদান করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত যেনো মানুষের সেবা করে যেতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ডাক্তার আব্দুস সোবহান। কেএল/ |