ফরিদপুরের নগরকান্দায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ১২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু'দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও  ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কয়েকজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সংঘর্ষকারীরা ঢাল সরকি, বল্লম, রামদা ইটপাটকেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে খাওয়া পালটা ধাওয়া ও  দফায় দফায় সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদশিরা জানান, সলিথা মাদরাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, শুক্রবার রাতে ওয়াজ মাহফিল এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর শুক্রবার রাতেই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় থানা  পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় থানার ওসি সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফর আলী। 

এবিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে দফায় দফায সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।

কেএল/