‘ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা: সরকারের স্মরণীয় উদ্যোগ’
প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৯ রাত
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

অন্তর্বর্তী সরকারের নেয়া ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা। তারা বলেছেন, দেশের ইতিহাসে এ সিদ্ধান্ত স্মরণীয় হয়ে থাকবে।

রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, এটি একটি ইতিবাচক দিক। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ইমাম সাহেব এবং মসজিদের দায়িত্বে যারা আছে তাদের চলা অনেক কঠিন। সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়াটা আমি একটি ভালো দিক মনে করছি।

মুফতি সিরাজী যোগ করে বলেন, বাংলাদেশের মসজিদগুলোর সিংহভাগে মহল্লার জনসাধারণের মাধ্যমে পরিচালিত হয়। সমাজের বিত্তবানদের মসজিদের স্টাফদের প্রতি তাদের সাধ্যমত এগিয়ে আসা দরকার মনে করি ‌।

চট্টগ্রামের আল্লামা জালালুদ্দিন রুমি রহ: কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু আইমান বলেন, এই সংবাদ অত্যন্ত আনন্দ আর ভাল লাগার। তবে এখানে গ্রামাঞ্চলের ইমামদেরকে দিয়ে পরবর্তীতে শহরের ইমামদের যুক্ত করা হোক। কারণ শহরের ইমামরা অনেকক্ষেত্রে বেতনের চেয়ে বাড়তি আয়ের সুযোগ থাকে। অথচ মফস্বলের ইমামরা অনেকে তাদের মাসিক বেতনটুকু পায় না। খোঁজ নিলে দেখা যায় বেতন ৩০০০/- তা আবার কয়েকমাস বাকী।

সরকারের উদ্যোগকে দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়ে এই খতিব বলেন, বর্তমান সরকারের মেয়াদকাল সর্বশেষ কতদিন হবে আমরা জানিনা। তাই আমাদের দাবি থাকবে খুব দ্রুত এটা বাস্তবায়ন করতে হবে।

এদিকে মিরপুর-১১, বাউনিয়াবাদ জামিয়া ইসলামি রওজাতুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আবু বকর সিদ্দিক বলেন, আমরা চাই সরকারি ইউনিভার্সিটি, স্কুল, কলেজ ও সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায়, মসজিদের খতিব, ইমাম-মোয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারী সুযোগ-সুবিধা চালু করার পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, আবাসিক ছাত্রদের প্রতিও স্থায়ীভাবে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

তিনি উল্লেখ করেন, যে বৈষম্যের কথা বলে জুলাই আগস্টের উত্থান-পতন সে বৈষম্যের শিকার হয়ে স্বাধীনতার ৫৩ বছর পর্যন্ত আবদ্ধ হয়ে আছে আলেম সমাজ ও ইমাম মোয়াজ্জিনগন। এ দেশের অধিকাংশ মানুষ সরকার থেকে নিজেদের অধিকারের স্লোগানে নানাভাবে সুযোগ-সুবিধা গ্রহণ করলেও আলেম সমাজকে সর্বদা সুকৌশলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছিল।

প্রসঙ্গত, দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। তাঁদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। তাঁরা নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এ ভাতা পাবেন। দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার, মুয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পারেন।

হাআমা/