ফিনলে সাউথ সিটি শপিং মলের শুভ উদ্বোধন
প্রকাশ:
১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:২৪ বিকাল
নিউজ ডেস্ক |
চট্টগ্রামের প্রাণকেন্দ্র বহদ্দারহাটে আন্তর্জাতিক মানের ফিনলে সাউথ সিটি শপিং মলের উদ্বোধন হলো জাঁকজমকপূর্ণ আয়োজনে। আজ রবিবার ( ১৯ জানুয়ারি ) ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর উদ্যোগে নির্মিত এই শপিং মল উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, ফিনলে প্রপার্টিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু, প্রকল্পের ল্যান্ড ওনার ইঞ্জিনিয়ার মিজাবাহুর রহমান ও মাহবুবুর রহমান এবং ফিনলে সাউথ সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আইয়ুব খান। প্রধান অতিথি ডাঃ শাহাদাৎ হোসেন বলেন, “ফিনলে সাউথ সিটি শপিং মল চট্টগ্রামে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এটি শুধু শপিংয়ের জন্য নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদনের কেন্দ্র হয়ে উঠবে।” বিশেষ অতিথি এম. এ. মালেক বলেন, “এই শপিং মল চট্টগ্রামের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানাই।” শপিং মলের বিশেষত্ব ফিনলে সাউথ সিটি শপিং মল দেশি ও বিদেশি ব্র্যান্ডের সমাহার নিয়ে চট্টগ্রামবাসীর জন্য একটি অভিজাত কেনাকাটার স্থান। এখানে লোটো, টাইম জোন, এপেক্স, বাটা, খাদিঘর, লি কুপার, ব্রোস্ট ক্যাফে, স্বদেশ পল্লীসহ আরও অনেক বিখ্যাত ব্র্যান্ডের দোকান রয়েছে। শপিং মলে রয়েছে সুবিশাল ড্রপ-অফ পয়েন্ট, আলাদা প্রবেশ ও প্রস্থান পথ, নান্দনিক অ্যাট্রিয়াম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, ক্যাশলেস শপিং ব্যবস্থা, এবং ইন্সট্যান্ট ব্যাংকিং-এর জন্য এটিএম বুথ। এছাড়াও রয়েছে আধুনিক ক্যাপসুল লিফট, সার্ভিস লিফট, এস্কেলেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এবং বিশাল পার্কিং স্পেস। বিনোদন ও খাদ্যসেবা: বিশ্বখ্যাত ফুড চেইনসহ দেশীয় খাবারের জন্য রয়েছে একটি বিশেষ ফুড কোর্ট। শিশুদের জন্য রয়েছে একটি প্লে জোন এবং বিনোদনের জন্য ম্যাজিক্যাল থিম পার্ক। ধর্মীয় ও অন্যান্য সুবিধা: পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, প্রতিটি ফ্লোরে টয়লেট, এবং হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ল্যাপটপ, মোবাইল সার্ভিসিং সেন্টার, গিফট কার্ড শপ, জুয়েলারি, কসমেটিকস, হ্যান্ডিক্রাফটসসহ আরও অনেক কিছু। চট্টগ্রামের জন্য নতুন দিগন্ত ফিনলে সাউথ সিটি শপিং মল চট্টগ্রামের আশেপাশের মানুষের জন্য আন্তর্জাতিক মানের কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে এসেছে। স্থানীয় জনগণ সহজেই পায়ে হাঁটার দূরত্বে পরিবার নিয়ে শপিং করতে পারবে, যা সময় ও অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। ফিনলে সাউথ সিটি শপিং মল এখন চট্টগ্রামের সবচেয়ে বড় এবং আধুনিক শপিং মল। পরিবার ও প্রিয়জন নিয়ে ঘুরে দেখার এবং কেনাকাটা করার জন্য এটি সবার আমন্ত্রণ জানাচ্ছে। বিনু/ |