২০ বছরের অধিক সাজা খাটা বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ:
১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
কারাবিধির ৫৬৯ ধারায় ২০বছরের অধিক সাজাখাটা বন্দিদের মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের পরিবারের পক্ষ হতে মানবন্ধনে এ দাবি করা হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম। মানবন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিদেরকেউ দীর্ঘমেয়াদি সাজা প্রদান করা হয়েছে এবং বন্দিরাও ২০বছরের অধিক সময় যাবত তারা সাজা খেটেছেন। স্বৈরাচার মুক্ত এই নতুন স্বাধীন দেশে সরকারের উচিত এই বন্দীদেরকে বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা এবং নতুন স্বাধীন দেশে স্বাধীনতার প্রতিফলন ঘটানো। আরো বক্তব্য রাখেন কারামুক্তি আন্দোলনের আইনি সহায়তা বিভাগের প্রধান আলতাফ হোসেন ও তথ্য ও গবেষণা বিভাগের প্রধান মাওলানা মোঃ ইসহাক খান। ভুক্তভোগী পরিবারের পক্ষে কথা বলেন মোঃ রিপন, রনি, মেহেদি, মমিনুল হক। মানববন্ধনে বক্তাগণ জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। হাআমা/ |