মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ফতোয়া প্রতিযোগিতা ২২ জানুয়ারি
প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৮:২২ রাত
নিউজ ডেস্ক

।। তানবিরুল হক আবিদ  ।।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত  ‘মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’  আয়োজন করতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী বার্ষিক ফতোয়া প্রতিযোগিতা।

২২ জানুয়ারি ( বুধবার ) মারকায অডিটোরিয়ামে ফতোয়া বিভাগ ও হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে এই ইলমী মুহাজারা।

প্রতিষ্ঠানের পরিচালক মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ‘এই প্রতিযোগিতা ইসলামী ফতোয়া বিষয়ক জ্ঞান বিকাশের পাশাপাশি সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।’ 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা মোফাজ্জল হোসাইন, শিক্ষা সচিব, যাত্রাবাড়ী বড় মাদরাসা , অধ্যাপক আরিফুল ইসলাম অপু, এমআইএস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় , মুফতি সাঈদ আহমদ, মুহাদ্দিস, জামিয়া রহমানিয়া আজিজিয়া , মুফতি শরীফ মালিক, কারী রুহুল আমিন , মুফতী শামসুদ্দোহা আশরাফী , জহির উদ্দিন বাবর  এবং জিয়াউল আশরাফ প্রমুখ। 

ফতোয়া প্রতিযোগিতার বিবরণ: 

প্রতিযোগিতার সময়: সকাল ৮টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

উক্ত প্রতিযোগিতার বিষয়বস্ত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে:

১. ফ্লাট তৈরির পূর্বে বিক্রির শরীয়তসম্মত বিধান 

২. পেনশনের টাকা গ্রহণের বিধান 

৩. যাকাতের টাকা বন্যা বা দুর্যোগ কবলিত এলাকায় বিতরণ 

৪. ব্যাংকে চাকুরী: ইসলামের দৃষ্টিতে হুকুম 

৫. ফেসবুক ও ইউটিউব আয় থেকে উপার্জন 

৬. গণঅভ্যুত্থানে শহীদের মর্যাদা 

প্রতিযোগিতার নিয়মাবলী:

- প্রতিযোগীরা যেকোনো একটি বিষয়ে তামরিন করবেন। 

- উত্তরপত্রে আরবি ও উর্দু কিতাব থেকে রেফারেন্স দিতে হবে। 

- মোবাইল ফোন নিষিদ্ধ এবং বাইরে থেকে কোনো নোট আনতে পারবেন না। 

পুরস্কার: বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। 

অন্যান্য আয়োজন: উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা , শের-আশয়ার , বিশেষ রচনা প্রতিযোগিতা, নাহু ও সরফ প্রতিযোগিতা, তাজবীদ ও তেলাওয়াত প্রতিযোগিতা ।

ইসলামী জ্ঞান বিকাশ ও প্রতিভা অন্বেষণের জন্য এই আয়োজনকে সফল করতে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানের তারিখ ও স্থান: ২২ জানুয়ারি ২০২৫ (বুধবার) , মারকায অডিটোরিয়াম, যাত্রাবাড়ী, ঢাকা 

যোগাযোগ: 01329431420 ( মুফতী আব্দুল আলীম ), 01614851722 (মুফতী আবুল খায়ের )

বিনু/