হাজারীবাগ ট্যানারির গোডাউনে আগুন
প্রকাশ:
১৭ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর হাজারীবাগ বাজারের এক ট্যানারির গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পেয়েছেন। তিনি বলেন, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে বর্তমানে মোট ১২টি ইউনিট সেখানে কাজ করছে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় আগুন লাগা ভবনের কর্মীদের ছুটি ছিল। তবে কয়েকজন কর্মী সেখানে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন কর্মী শুক্রবারেও কাজ করেন। আগুন লাগার পরে হয়তো আটকা পড়েছেন তারা। সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনের পাঁচতলা থেকে কাচ ভেঙে নিচে পড়ছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছেন ফায়ার ফাইটাররা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। হাআমা/ |