কিতাব বিভাগের শিক্ষক নেবে বরিশালের জামিয়া হোসাইনিয়া মাদরাসা
প্রকাশ:
১৬ জানুয়ারী, ২০২৫, ০১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ চলতি জানুয়ারির ২৪ তারিখ (শুক্রবার) এর মধ্যে জামিয়ার অফিসে জমা দিতে বলা হয়েছে। জানা যায়, আগ্রহী প্রার্থীদের ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় জামিয়ার অফিস কক্ষে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যেসব বিভাগে শিক্ষক নেওয়া হবে- ১। শিক্ষক ২। শিক্ষক জায়্যিদ জিদ্দান (বেফাক/হাইয়াতুল উলিয়া) ও তাজবীদ ও কিরাতের উপর তাখাসসুসের সনদপ্রাপ্ত ৩। শিক্ষক (বাংলা) ১ জন (অনাবাসিক) ৪। শিক্ষক হিফজ বিভাগ ১ জন সকল বিভাগে অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে। আবেদনের নিয়মাবলি: ১. আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত দরখাস্ত জমা দিতে হবে। ২. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। ৩. এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অনলাইন কবপ জমা দিতে হবে। ৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ৫. সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। ৬. আবেদনকারীকে অবশ্যই সুন্নতের পাবন্দ হতে হবে। ৭. বেতন-ভাতা অনন্য সুবিধে আলোচনা সাপেক্ষে। ৮. শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি নিয়ে আসবেন। যোগাযোগ: কেএল/ |