লাহোরে মাওলানা ফজলুর রহমানের সাথে বাংলাদেশ জমিয়ত প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৩০ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

লাহোরে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তনের প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জমিয়তের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তানের লাহোরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন জমিয়ত নেতা মাওলানা ওয়ালীউল্লাহ আরমান।

এছাড়া মাওলানা ফজলুল রহমান তাঁর নিজস্ব ভেরিফায়েড পেজেও এক পোস্টে বিষয়টি শেয়ার করেন।

জানা গেছে, মাওলানা ফজলুর রহমান আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছেন। সফরের বিষয়টি নিশ্চিত করতেই বাংলাদেশের জমিয়ত (একাংশ) প্রতিনিধি দল পাকিস্তানে সফর করেন।

হাআমা/